প্রতিটি গ্রাম এবং সেখানকার মানুষের একটি উদ্দেশ্য থাকে
শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে।
২. প্রতিটি গ্রামের নিজের ঠিকানা আছে নিজস্ব একটি ঐতিহ্য আছে।
৩. গ্রামের মানুষ সবার সাথে সবার এখনো অনেক মিল রয়েছে ।
৪. গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল, গ্রামের যে ঐতিহ্য গুলো রয়েছে সেখান থেকেই শহরের জন্ম।
৫. এই ইটপাথরের শহরটাও একদিন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বস্তির মানুষগুলোর মত পথ চেয়ে বসে থাকবে কিন্তু তখন তা সম্ভব হবে না।
৬. একটি শিশুকে প্রাকৃতিক ভাবে ঘরে ওঠানোর জন্য শহর নয়, একটি গ্রামের প্রয়োজন।
গ্রামের সৌন্দর্য নিয়ে
Comments
Post a Comment